বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেনডেন্টস অব দ্য সান’ এবার প্রথমবারের মতো বাংলায় দেখা যাবে। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় সিরিজটির অফিসিয়াল বাংলা ডাব সংস্করণ স্ট্রিমিং হবে আগামীকাল থেকে টফি প্ল্যাটফর্মে।
ভিউজ অ্যান্ড ভিশনসের স্বত্বাধিকারী জসিম আহমেদ বলেন, “বাংলাদেশে এর আগে কিছু কনটেন্ট বাংলায় ডাবিং হলেও, এত বড় আয়োজন এবং আন্তর্জাতিক মানের কোনো কোরিয়ান সিরিজের অফিসিয়াল বাংলা সংস্করণ এবারই প্রথম। সাবটাইটেল ছাড়াই পুরো পরিবার নিয়ে উপভোগ করা যাবে।”
প্রেম, বিপদ আর বীরত্বের গল্প নিয়ে নির্মিত সিরিজটির মূল চরিত্রে রয়েছেন স্পেশাল ফোর্স অফিসার ক্যাপ্টেন ইউ সি-জিন ও সার্জন ডা. কাং মো-ইয়েন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় দুর্যোগের মধ্যে গড়ে ওঠা তাদের ভালোবাসা ছুঁয়ে গেছে বিশ্বের কোটি ভক্তকে।
বাংলা ডাব সংস্করণে কণ্ঠ দিয়েছেন: ইরফান সাজ্জাদ, শারমিন জোহা শশী, রাফিয়াত রশিদ মিথিলা, এ বি এম সুমন, শ্যামল মাওলা, তারিক আনাম খান প্রমুখ