বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির ব্যাংকের মোড় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। তবে পরিকল্পিতভাবে শুধু ভেতরের জিনিসপত্রে আগুন দেওয়ায় সারা দিন বাইরে থেকে বোঝা যায়নি। সন্ধ্যায় অফিস খুলে এ অবস্থা দেখেন তারা।
নেতাকর্মীদের ধারণা, পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি ঢেলে আগুন লাগানো হয়েছে। বুধবার রাতে কার্যালয়ে একটি মিটিং শেষে নেতাকর্মীরা বের হয়ে যান। পরে ভোরের দিকে দুর্বৃত্তরা সুযোগ বুঝে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
এ বিষয়ে কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, স্থানীয় নেতাদের মাধ্যমে খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে শেষ। এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, বিভিন্ন সময় আমাদের একাধিক অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা নোংরা রাজনীতি করতে চাই না। আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শেখ তানভীর বলেন, দেখে মনে হচ্ছে খুব গোপনে আগুন দেওয়া হয়েছে। যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


