বর্তমান সময়ে ভারতীয় সিনেমার সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি প্রভাস। ‘বাহুবলী’ দিয়ে তিনি বিশ্ব সিনেমার আঙিনায় রঙ ছড়িয়েছেন। এরপর উপহার দিয়েছেন আরও বেশ কিছু হিট সিনেমা। যদিও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাধে শ্যাম’ ছবিটি হলে মুখ থুবড়ে পড়েছে।
তবে সামনে আসতে চলেছে আরও বেশ কিছু সিনেমা। যার মধ্যে রয়েছে ‘আদিপুরুষ’, ‘সালার’ এবং ‘প্রজেক্ট কে’-এর মতো বিগ বাজেটের কিছু সিনেমা।
তবে শোনা যাচ্ছে এই বিশাল প্রকল্পগুলোর মধ্যে প্রভাস একটি অপেক্ষাকৃত কম বাজেটের সিনেমা করার জন্য গভীর আগ্রহ দেখাচ্ছেন।
সূত্র অনুসারে, অভিনেতা ‘ভালে ভালে মাগাদিভয়’ পরিচালক মারুথির পরবর্তী সিনেমায় কাজ করবেন। যদিও এই সিনেমার প্রযোজক অংশীদার নিয়ে বিভিন্ন প্রতিবেদন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত ‘আরআরআর’খ্যাত ডিভিভি দান্যা সিনেমাটির প্রযোজনা করবেন।
এটি একটি সুপারন্যাচারাল অ্যাকশন থ্রিলার। তবে এখনো সিনেমার নাম ঘোষণা করা হয়নি। মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে সিনেমার শুটিং শুরু হবে। শুটিংয়ের জন্য আনুমানিক ১০০ দিন বরাদ্দ করেছেন প্রভাস। এই বছরের শেষ নাগাদ সিনেমাটি শেষ করতে চান অভিনেতা। তিনি সিনেমাটি নিয়েই খুবই উত্তেজিত।
ইউভি ক্রিয়েশনসের সিনেমাটি প্রযোজনা করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে ডিভিভি এন্টারটেইনমেন্ট প্রকল্পটির নেতৃত্ব দেবে। ব্যানারটি প্রভাসের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। এটি একটি প্যান ইন্ডিয়ান ফিল্ম নাকি শুধুমাত্র একটি তামিল/তেলেগু দ্বিভাষিক হবে সে সম্পর্কে এখনো স্পষ্টতা পাওয়া যায় নি।
কিন্তু এটা স্পষ্ট, এই সিনেমার মধ্য দিয়ে প্রভাস অবশেষে বিশাল মেগা বাজেটের সিনেমা থেকে নিজেকে বের করে আনলেন। এই অভিনেতা মনে করছেন, ভালো সিনেমার জন্য বাজেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ভালো গল্প। তাই তিনি গল্পের প্রতি মনযোগী হয়েছেন।
পিএসএন/এমঅাই



