
খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলায় ৩৭ জন এবং অপরটিতে ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সরকারি কাজে বাঁধা ও হামলার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে রবিবার রাতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। তবে উভয় মামলাতেই কয়েকজন আসামি অভিন্ন।
এর আগে রবিবার সকালে খালিশপুরের মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেটের সি ব্লক (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনি) উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ ও স্থানীয়দের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। পুলিশের লাঠিচার্জের জবাবে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজার ভাঙচুর ও চালকের ওপর হামলার ঘটনাও ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও স্থানীয়সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।