
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের মন্তব্য ও পোস্ট করার ঘটনায় খুলনা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকার শরিফুল ইসলাম টিপু বাদী হয়ে সোমবার রাতে খুলনা থানায় এ ডায়েরী করেন। ডায়েরী নং ১৭২৩, তারিখ ২৫/১১/২৩ ইং।
ডায়েরী সূত্রে জানা যায়, মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনার নাম ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিবৃন্দ “মনা ভাই সমর্থন গোষ্ঠী” নামক একটি ফেসবুক একাউন্ট খুলেছেন, যাহার আইডি লিংক http://www.facebook.com/profile.php?id=61553665717895। উক্ত ভুয়া ফেসবুক একাউন্ট থেকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য সম্বলিত ছবিসহ পোস্ট করছেন। গত ইং ১৩/১২/২০২৩ তারিখ সন্ধ্যা টায় উক্ত ভুয়া এ্যাকাউন্ট থেকে সদস্য সচিব শফিকুল আলম তুহিনের ছবিসহ সম্পূর্ণ মিথ্যা ও মানহানীকর পোস্ট করেছেন। যাহার জন্য দলীয় নেতা-কর্মীদের মাঝে মারাত্মক ভুল বোঝাবুঝিসহ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়াও উক্ত ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী আজেবাজে কথা ও ব্যঙ্গচিত্র পোস্ট করা হচ্ছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপি খুলনার ১নং সদস্য রকিবুল ইসলাম বকুল এর একাধিক ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট কে বা কাহারা চালাচ্ছেন, যাহার মধ্যে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নামক ফেসবুক এ্যাকাউন্টটি উলেখ্যযোগ্য আইডি লিংক http://www.facebook.com/profile.php?id=100051100418837 এবং “Rakibul Islam Bakul” আইডি লিংক http://www.facebook.com/profile.php?id=61553915971341) সহ একাধিক ভুয়া একাউন্ট চলমান রয়েছে।

