মে দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে আজ প্রচারিত হচ্ছে নাটক ‘জন হেনরি’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জনপ্রিয় গান ‘নাম তার ছিল জন হেনরি’ অবলম্বনে তৈরি এই নাটক রচনায় ও নাট্যরূপে কাজ করেছেন নাট্যকার জামিউর রহমান লেমন।
মূলত ১৯৮৫ সালে মঞ্চনাটক হিসেবে রচিত হয়েছিল ‘জন হেনরি’। এবার সেই নাটককে টেলিভিশনের জন্য নাট্যরূপ দিয়েছেন লেখক নিজেই। নাটকটির দৃশ্যধারণ হয়েছে বিটিভির স্টুডিওতে এবং এটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।
‘জন হেনরি’ নাটকে তুলে ধরা হয়েছে শ্রমজীবী মানুষের সংগ্রাম, শ্রমের মর্যাদা এবং প্রযুক্তির সঙ্গে মানুষের লড়াইয়ের প্রতীকী চিত্র। হেমাঙ্গ বিশ্বাসের গানটিও নাটকের আবহে বিশেষ তাৎপর্য বহন করে।
নাটকটি প্রচারিত হবে আজ বৃহস্পতিবার রাত ৯টায়, বাংলাদেশ টেলিভিশনে।