চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছে বার্সেলোনা। তাই মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। ম্যাচে অবশ্য ভিক্তোরিয়া প্লাজেনকে হারিয়ে শেষটা কিছুটা হলেও স্মরণীয় করে রাখলো জাভি হার্নান্দেজের দল।
আগেই ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সেলোনা ৪-২ গোলে হারায় ভিক্তোরিয়া প্লাজেনকে। ম্যাচে জোড়া গোল করেছেন ফেররান তোরেস, একটি করে গোল পেয়েছেন মার্কোস আলোনসো ও পাবলো তোরের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। একের পর আক্রমণে প্লাজেনকে কোণঠাসা করে ফেলে দলটি। যার ফলও পেয়ে যায় দ্রুত। ৬ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মার্কোস আলেনসো। আনসু ফাতির শট রুখে দেয় প্লাজেন গোলরক্ষক। এগিয়ে গিয়ে সেই বল জালে জড়ান আলেনসো।
এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায় নি বার্সা। বিরতির ঠিক আগ মুহূর্তে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন তোরেস। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় জাভির দল।
তবে বিরতি থেকে ফিরে বার্সাকে চমকে দেয় প্লাজেন। পেনাল্টি থেকে গোল করে বসেন থমাস কোরি। তবে তার ঠিক ৩ মিনিট পরেই গোল করে দলকে বড় লিড এনে দেন তোরেস। ম্যাচের ৭৫ মিনিটে পাবলো তোরের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ছয় ম্যাচে ‘সি’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো জাভির দল। অন্যদিকে সব ম্যাচ হেরে টেবিলের তলানিতে থেকেই বিদায় নিলো ডাচ ক্লাব ভিক্তোরিয়া প্লাজেন।



