বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ৮২ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের থেকে মোট ১৮ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রেল পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানের বর্ণনা দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। ট্রেনে প্রচুর ভিড় ছিল। ট্রেনে এদিন টিকিট বিহীন মোট ৮২ যাত্রী পাওয়া যায়। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ১৮ হাজার ২৮০ টাকা আদায় করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
এছাড়াও চাটমোহর স্টেশনে ধূমপান বিরোধী অভিযান চালানো হয়। সেখানে কিছু ধূমপায়ীকে সতর্ক করা হয় বলেও জানান এই রেল কর্মকর্তা।



