ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, নেইমারের জন্য জাতীয় দলের দরজা খোলা। তবে এখনো পর্যন্ত সান্তোসে খেলা ৩৩ বছর বয়সী এই তারকাকে তিনি দলে ডাকেননি। কারণ একটাই, নেইমারকে পুরোপুরি ফিট ও ফর্মে দেখতে চান কোচ।
২০২৬ বিশ্বকাপ যত এগিয়ে আসছে, নেইমারের ফেরার সম্ভাবনা ততই অনিশ্চিত হয়ে উঠছে। তবুও আনচেলত্তি নিশ্চিত করেছেন, নেইমার এখনও সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় আছেন। তবে শেষ দলে জায়গা পেতে তার হাতে আছে মাত্র ছয় মাস সময়।
আনচেলত্তি বলেছেন, “নেইমার তালিকায় আছেন। কিন্তু শেষ স্কোয়াডে থাকতে হলে তাকে পারফরম্যান্স দেখাতে হবে।”
গত এক বছরে চোটে ভোগা, নিয়মিত না খেলার কারণে নেইমারের ছন্দ নষ্ট হয়েছে। তাই ব্রাজিল কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন নাম বা খ্যাতি দিয়ে নয়, নির্বাচন হবে পুরোপুরি মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে।
নেইমারের জন্য তাই শর্ত চারটি- পুরোপুরি সুস্থ হওয়া, নিয়মিত খেলা, ম্যাচে প্রভাব রাখা এবং তার শরীর যে পুরো মৌসুমের ধকল সামলে নেবে তা প্রমাণ করা। এই চার শর্ত পূরণ করতে পারলে নেইমার বিশ্বকাপের দলে ফিরতে পারবেন, আর ব্যর্থ হলে আনচেলত্তির ব্রাজিল তাকে ছাড়াই এগিয়ে যাবে।
ব্রাজিল দল বর্তমানে বড় ধরনের পরিবর্তনের পথে। আনচেলত্তি নতুন করে দল সাজাচ্ছেন এবং একজন প্রকৃত নাম্বার-৯ খুঁজছেন, যা ভবিষ্যতে নেইমারের ভূমিকাকেও বদলে দিতে পারে।


