
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শরণখোলায় শিশুদের মধ্যে দুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলার আদর্শ শিশু বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে প্রক্রিয়াজাত দুধের প্যাকেট তুলে দেয়া হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুস আলী।
বক্তারা বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
পরিবার পর্যায়ে গরু -ছাগল পালনের মাধ্যমে শিশুদের দুধের চাহিদা পূরণ করা সম্ভব বলে অভিমত ব্যাক্ত করেছেন তারা ।
প্রসঙ্গত গত ১ জুন জাতীয় ভাবে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।