লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতের শহরতলিতে হামলা চালিয়ে একটি অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
লেবাননের ইরানি দূতাবাস এই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে এই হামলার মাধ্যমে ইসরায়েলের আগ্রাসন, অপরাধ এবং সন্ত্রাসের চরিত্র ফুটে ওঠেছে।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজার সিভিল ডিফেন্স সংস্থাটি মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বেশকিছু বেসামরিক আবাসিক বাড়ি, জনসমাগমের স্থান ও তাবু লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বাসাল বলেন, ইসরায়েলের এসব হামলায় গাজা শহরের পশ্চিম ও দক্ষিণে দুটি বাড়িতে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি ড্রোন হামলায় উত্তর গাজার বেইত হানুনে তিনজন নিহত হয়েছেন। মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের একটি বাড়িতে হামলায় দুজন নিহত হয়েছেন।
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করে। এতে অন্তত ২ হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও ৫ হাজার ৪৮৩ জন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৫১ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন।