বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে পশ্চিমা আধিপত্যের ঐতিহাসিক যুগের অবসান ঘটছে এবং একমেরু কেন্দ্রিক বিশ্ব অতীতের বিষয় হয়ে উঠছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ‘ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাব’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন এমন কথা বলেছেন।
রাশিয়ান নেতার মতে, ‘সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্নতা রাজনৈতিক শক্তির বৈশ্বিক ভারসাম্যকে ব্যাহত করেছিল। এটা পশ্চিমা শক্তিকে একটি একমেরু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা ঘোষণা করতে সাহায্য করেছিল। এখানে শুধুমাত্র পশ্চিমাদের ইচ্ছা, তার সংস্কৃতি ও তার স্বার্থের অস্তিত্বের অধিকার ছিলো।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এখন বৈশ্বিক বিষয়ে পশ্চিমের নিরঙ্কুশ আধিপত্যের ওই ঐতিহাসিক যুগের অবসান ঘটছে। একমেরু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা এখন অতীত বিষয়।’
এ সময় পুতিন উল্লেখ করেছেন যে এখন পশ্চিমরা এককভাবে মানবজাতিকে শাসন করতে সক্ষম নয়। তবু তারা ওই ধরনের অপচেষ্টাই করছে, অথচ বেশিরভাগ দেশ আর এ ধরনেরর আচরণ সহ্য করতে ইচ্ছুক নয়। সংক্ষিপ্তভাবে এটাই নতুন যুগের প্রধান দ্বন্দ্ব।
সূত্র : তাস

