
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে আবার অনুজ্জ্বল সাকিব, তবে তাঁর দল জিতেছে সহজেই।
প্রথমে ব্যাট করতে নেমে বার্বাডোজ রয়্যালস ৬ উইকেটে তোলে ১৫১ রান। ওপেনার কুইন্টন ডি কক করেন হাফসেঞ্চুরি, আর রোভম্যান পাওয়েল মাত্র ২৪ বলে ৫১ রান করে ঝড় তোলেন।
সাকিব বোলিং শুরু করলেও মাত্র এক ওভার করেন, তাতে খরচ করেন ১৪ রান। এরপর আর বল হাতে পাননি। ব্যাট হাতে অবশ্য ইনিংস শুরুটা করেছিলেন ভালোভাবে, মুজিব উর রহমানকে টানা দুই চার মেরে ইঙ্গিত দেন ছন্দে ফেরার। কিন্তু শেষ পর্যন্ত ১৩ রানেই থেমে যান, ফেরান সেই মুজিবই। তাঁর ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১০০।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্যালকন্স শুরুতে রাহকিম কর্নওয়ালকে হারালেও জুয়েল অ্যান্ড্রু ও কারিমা গোরে মিলে পরিস্থিতি সামাল দেন। অ্যান্ড্রু আউট হলেও গোরে ছিলেন দুর্দান্ত। ৫৩ বলে ৬৪ রানের ইনিংসে দলকে পৌঁছে দেন জয়ের দ্বারপ্রান্তে।
শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় ফ্যালকন্স। সাকিব নিজের পারফরম্যান্সে আলো ছড়াতে না পারলেও, দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন কারিমা গোরে।