নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র নিক্সন মার্কেটের একটি দোকান ঘর ভাড়াটিয়া কর্তৃক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পরেও তিনি দোকান ছেড়ে না দিয়ে উল্টো বাড়িওয়ালাকে হুমকি দিচ্ছেন। ইতোপূর্বে দোকানের দখল বজায় রাখতে শেখবাড়ির সহায়তা নিলেও এখন একজন মহিলা দল নেত্রীর ওপর সওয়ার হয়েছেন। তাদের দাপটে নিজের মালিকানাধীন দোকানের কাছেও ভিড়তে পারছেন না বাড়িওয়ালা। গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিক্সন মার্কেটের ১২৩নং হোল্ডিংয়ের দোকান ঘরের মালিক তৈয়েবুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগম।
লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন যাবত হাজী মহসিন রোডের বাসিন্দা মোহাম্মদ জানু দোকান ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করছেন। দুই দফা তার সাথে ভাড়া চুক্তিপত্র হয়। তবে ভাড়া প্রদানে গড়িমসি ও তালবাহানার কারণে আমার স্বামী তার সাথে নতুন করে চুক্তিবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত নেন। এ পরিস্থিতিতে উক্ত ভাড়াটিয়া প্রথমে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন এবং পরে শেখবাড়ির রেফারেন্সে শেখ সুজনকে দিয়ে পুনরায় তাকে আরও এক বছরের জন্য দোকান ভাড়া দিতে বাধ্য করেন। যার মেয়াদ ২০২৪ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত ছিল।
তিনি বলেন, এই চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে সে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার স্বামী গুরুতর অসুস্থ, তিনি হার্টের রোগী এবং এক প্রকার শয্যা-শায়ী। শতবার চেষ্টা করেও আমরা জানুর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই। সে দোকান ভাড়া বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে আমার মেয়ে ও জামাই নানা জায়গায় দৌড়-ঝাঁপ করেও বিষয়টির কোন সুরাহা করতে পারেনি। জানতে পারি, ২৭নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী কাকলি খানের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠা জানু এখন আর দোকান ছাড়তে রাজি নয়। বরং দোকানের কাছে গেলে আমাদেরকে নানা ভাবে হয়রানি ও হুমকি প্রদান করছে। এর আগেও একাধিকবার তার বাড়িতে মাস্তান পাঠানোর ঘটনা ঘটেছে বলে দাবি তার। দোকান পুনরুদ্ধারে তিনি সহযোগিতা কামনা করেন।

