ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে শনি ও রোববার দুই বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শনিবার ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৫০ কেজি বিস্ফোরক, অ্যাসল্ট বন্দুক, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। পরের দিন একই শহরের অপর একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ২ হাজার ৫৬৩ কেজি অ্যামোনিয়াম, টাইমার, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলি।
যে দুই বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, সেগুলো ভাড়া নিয়েছিরেন ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ড. মুজাম্মিল শাকিল। তার বাড়ি জম্মু-কাশ্মিরের পুলোয়ামা জেলায়। তিনি ‘হেয়াইট কালার’ নামের একটি গোপন জঙ্গি নেটওয়ার্ক চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এই নেটওয়ার্কটি জম্মু-কাশ্মিরের চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীদের মধ্যে কাজ করছিল বলে জানা গেছে।
মূলত এই নেটওয়ার্কটির মূল পৃষ্ঠপোষক পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহম্মদ এবং আনসার গাজওয়াত উল হিন্দ।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে জইশ-ই মুহম্মদের পক্ষে পোস্টার সাঁটার সময় গ্রেপ্তার করা হয় আদিল আহমেদ রাথের নামের এক চিকিৎসককে। তিনি জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।
মুজাম্মিল শাকিলকেও গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি। তার কাছ থেকে তথ্য নিয়ে জম্মু-কাশ্মিরে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন আরিফ নিসর দার, ইয়াসির-উল-আসরফ, মকসুদ আহমেদ দার, ইরফান আহমেদ, জ়ামির আহমেদ।


