
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
মটর সাইকেল কিনে না দেয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে দুবাই প্রবাসীর পুত্র নাইম হাওলাদার (২১)।
শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার তাফালবাড়ি বাজারে । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সোনাতলা গ্রামের খলিল হাওলাদার কাতার প্রবাসী। তার স্ত্রী আয়েশা বেগম ছেলে মেয়েদের নিয়ে তাফালবাড়ি বাজারের ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। কিছু দিন ধরে তার পুত্র নাইম একটি মটর সাইকেল কিনে দেয়ার দাবি করে আসছিল। এতে তার মা বাবা কালক্ষেপণ করায় নাইম অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ তদন্ত সুব্রত কুমার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে।