মাগুরায় পৃথক পেট্রোল বোমায় আগুনে পুড়ল সরকারি দুটি অফিস। মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও সরকারি সাব রেজিস্ট্রার অফিসের কার্যালয়ে এ ঘটনা ঘটে। শনিবার রাত তিনটার দিকে দুষ্কৃতিকারীরা সরকারি দুটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।
মাগুরা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের প্রধান আসমা আক্তার বলেন, রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা সহকারী ভূমি অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচ তলায় থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ জমি জমা সংক্রান্ত দলিল ও নথি পুড়ে নষ্ট হয়ে যায়।এদিকে মাগুরা সরকারি সাব রেজিস্ট্রার অফিসের অফিসার শুভ্রা রানী দাস বলেন, দুষ্কৃতিকারীরা শহরের ইসলামপুর পাড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি কার্যালয় সংলগ্ন দলিল লেখকদের অফিসসহ সাব রেজিস্ট্রার কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এতে সাব রেজিস্ট্রার কার্যালয়ের জমি জমার দলিল, নথিপত্র, জলিল লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন লিডার মোহাম্মদ আলিম মোল্লা জানান, দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমায় রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানের দলিল, প্রয়োজনীয় নথি, আসবাবপত্র, কম্পিউটারসহ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ভূমি কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে উল্লেখযোগ্য ক্ষতি হয়ে যায়। এ সময় মাগুরা জেলা সদর সাব রেজিস্ট্রার অফিসের আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান পরিদর্শনকালে বলেন, আমরা তদন্ত কমিটি করব। এটা যারা করেছে আইনের আওতায় আনব।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শনিবার রাত ৩টার পর মাগুরা সদর সাব রেজিস্ট্রার অফিস ও মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে মাগুরা জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানালে তারা তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


