
নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত শাওন প্রধানের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। পুলিশি পাহারায় বৃহস্পতিবার মধ্যরাতে তাকে দাফন করা হয়।
এর আগে রাতে সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে শাওনের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশি পাহারায় শাওনের মরদেহ বাড়িতে নেয়া হয়। রাত দেড়টার দিকে তাকে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের পর মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে। শাওনকে রাতেই দাফন করা হয়।’
বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে সকালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন। তার মৃত্যুর পর থেকে বিএনপির নেতা-কর্মীরা তাকে যুবদলের কর্মী বলে দাবি করে আসছেন।
পিএসএন/এমআই