
গত ২১ জুলাই ২০২৫, দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ওপর বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান (এফ-৭ BGI) বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক বিপর্যয় নেমে আসে। মুহূর্তেই স্কুল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগুনের তাপে অনেক শিশুর দেহ শনাক্ত করারও উপায় ছিল না।
এরইমধ্যে কমপক্ষে ২৭ জন নিহত, যার মধ্যে ২৫ জনই শিশু এবং আহত ১৭০+ যার মধ্যে বেশিরভাগ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
সংগঠনের সভাপতি মীর কাওছার মিজু এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান খাঁন যৌথ বিবৃতিতে বলেন:
“আমরা এই ঘটনার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ছোট ছোট কোমলমতি শিশুদের এমন নির্মম মৃত্যুর জন্য কোনো ব্যাখ্যা যথেষ্ট নয়। এই দুর্ঘটনা দুর্ভাগ্য নয়, এটি দায়িত্বহীনতার ফল।
জনগণের ট্যাক্সে পরিচালিত বিমান বাহিনী, যারা দেশ রক্ষা করবে, তারা কীভাবে এমন জনবহুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের এলাকায় ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ চালাতে পারে — এ প্রশ্নের জবাব চাই।
‘তরুণ আলো খুলনা’ মনে করে এই ভয়াবহ ঘটনায় আমরা কেবল শোক প্রকাশ করেই থেমে যেতে পারি না। এরকম চরম অবহেলার ফলাফল যেন আর কোনো স্কুলে, কোনো ঘরে, কোনো শিশুর জীবনে না নামে — তা নিশ্চিত করতে আমাদের একত্রিত হতে হবে।
আমরা সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ সহায়তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।