ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি ) সকাল থেকে রাত পর্যন্ত তিনি ওয়ার্ড থেকে ওয়ার্ডে ছুটে বেড়িয়ে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সকালের দিকে নজরুল ইসলাম মঞ্জু খুলনা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন। এর অংশ হিসেবে ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মার্কেটে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি ব্যবসায়ীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের সকল ন্যায্য দাবি ও সুবিধা নিশ্চিত করা হবে।
মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা নজরুল ইসলাম মঞ্জুর কাছে তাদের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের জন্য আহ্বান জানান। এ বিষয়ে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ব্যবসায়ী সমাজের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
দুপুরের পর তিনি খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের হঠাৎ বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সেখানে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আসর নামাজের পর ২১ নম্বর ওয়ার্ডের ভৈরব স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্যে তিনি মাদকবিরোধী অবস্থান স্পষ্ট করে বলেন,
“মাদক সমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার। মাদক কারবারি দলীয় পরিচয়েও রেহাই পাবে না। বিএনপিতে অপরাধীদের কোনো ঠাঁই নেই। প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।”
তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও নৈতিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে সৎ নেতৃত্বের বিকল্প নেই।
উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা মহানগর তাঁতি দলের সভাপতি আবু সাঈদ শেখ।
মাগরিব নামাজের পর নজরুল ইসলাম মঞ্জু ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বয়রা কাঁচা বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে ছুটে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


