
বিশ্বজয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু করছেন লিওনেল মেসি। দীর্ঘ ১৯ বছরের ইউরোপের ফুটবল ছেড়ে পাড়ি জমিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে। স্বপরিবারে নতুন ঠিকানা গড়েছেন যুক্তরাষ্ট্রে। গত ১৬ জুলাই নয়া ক্লাব ইন্টার মিয়ামি জমকালো আয়োজনের মাধ্যমে মেসিকে বরণ করে নিয়েছে। এছাড়া আর্জেন্টাইন তারকার সঙ্গে দুই বছরের চুক্তিও সম্পূর্ন করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এখন শুধু মিয়ামির জার্সিতে লা পুলগার অভিষেকের অপেক্ষা। এদিকে মিয়ামির হয়ে আজ প্রথমবার অনুশীলনে নামে বিশ্বকাপজয়ী তারকা।
এ নিয়ে ইন্টার মিয়ামি তাদের টুইট বার্তায় লেখেন, কাজ এখন শুরু। এর আগে গত ১৬ জুলাই আজ আর্জেন্টাইন তারকাকে নিজেদের ঘরের মাঠে পুরো স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে বরণ করে নেয় ইন্টার মিয়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে বরণ করার সময় তার সঙ্গে উপস্থিত ছিল তার পুরো পরিবার। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের সহমালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড ব্যাকহাম সহ ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্বজয়ী এ ফুটবল তারকার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে সে সময় চুক্তিও স্বাক্ষর করেছে মিয়ামি। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী দুই বছর এ ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে নতুন ক্লাবের হয়ে চুক্তি করে মেসি বলেন, ‘আমার ক্যারিয়ারে পরবর্তী গন্তব্য ইন্টার মিয়ামির হয়ে শুরু করতে পেরে খুবই আনন্দিত।’
আগামী ২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল। এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসি নিজেই জানিয়েছেন! আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে।
আর্ন্তজার্তিক গণমাধ্যমের তথ্য অনুসারে, টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটস’ এ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ হাজার। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।
এছাড়া মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামির পরের ম্যাচ ২০ আগস্ট। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির এই ম্যাচের প্রতিপক্ষ শার্লট। এমএলএসে মেসির অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। এই ম্যাচের টিকিটের দাম ২৮৮ ডলার যা বাংলাদেশি টাকায় ৩১ হাজার ৩০২ টাকা।


