মুস্তাফিজুর রহমান ইস্যুতে বেশ এক পালা ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন তিনি। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল তাকে। সাবেক চ্যাম্পিয়নদের জার্সিতেই এবার মাঠ মাতানোর কথা ছিল দ্য ফিজের। তবে ভারতের রাজনৈতিক রোষের শিকার হয়ে খেলা হচ্ছে না তার। বিসিসিআই মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে, কেকেআরও সে নির্দেশ পালন করেছে।
মুস্তাফিজ ইস্যুতে এরপর হয়েছে আরও অনেক কিছুই। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরও করবে না টাইগাররা, ফলে সূচিতেও বদল আসছে। এছাড়া ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা তো আছেই।
এদিকে বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে। আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। তবে ভারতের এমন প্রস্তাবেও বিসিবি রাজি হবে না বলেই জানা গেছে।
এসবের মাঝেই মুস্তাফিজ ইস্যুতে আরও এক কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিবি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে ভিন্নতা এনেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফকে।
তবে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটে।



