আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার তামিম বলেন, দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ১০ বছর পর এর প্রভাব কেমন হবে তা ভাবা উচিত। এ সময় তিনি বিসিবিকে দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য করার পরামর্শ দেন।
তামিমের ওই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। তার ওমন মন্তব্যের প্রতিবাদ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। এছাড়া ব্যক্তিগত পর্যায় থেকে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, মুমিনুল হক, তাইজুল ইসলামরা এর প্রতিবাদ জানিয়েছেন।
কোয়াব শুক্রবার বিবৃতিতে বলেছে, ‘জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য কোয়াবের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। দেশের সফলতম ওপেনার, ১৬ বছর ক্রিকেট খেলা একজনকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’
তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ক কে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।’
তাইজুল ইসলাম এক পোস্টে লিখেছেন, ‘তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের বক্তব্যে আমি হতবাক। একজন বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ক্রিকেট সংস্কৃতির পরিপন্থি। এই মন্তব্যের দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
প্রতিবাদ জানিয়ে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘সাবেক অধিনায়ক তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্য বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মান দেওয়া হয়নি। বরং জনসম্মুখে অপমান করা হয়েছে। এত বড় দায়িত্বে বসে কোথায়-কীভাবে কথা বলতে হয় তার বেসিক শিষ্টাচার মন্তব্যে দেখা যায়নি। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিসিবিকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
সাবেক ক্রিকেটার শামসুর রহমান লিখেছেন, ‘তামিমকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুলের মন্তব্য চরম নিন্দনীয়। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন বোর্ড পরিচালক প্রকাশ্য মঞ্চে এ ধরনের কথা বললে বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে। আশা করি, বিসিবি দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেবে।’ বোর্ড কর্মকর্তাদের দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তার মতে, ক্রিকেট বাংলাদেশের প্রাণ। ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক অধিনায়ককে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয়।
এদিকে এমন বিতর্কিত মন্তব্য করায় বিসিবির পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



