
লিওনেল মেসি ইউরোপিয়ান ফুটবলের পরিসর ছেড়ে খুজে নিয়েছেন নতুন ঠিকানা। বিশ্বজয়ী ফুটবল জাদুকর ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে খেলবেন আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। মেজর লিগ সকারের (এমএলএস) এ দলের হয়ে খেলার কথা গত জুন মাসে লা পুলগা নিজেই ঘোষণা করেছিলেন। তবে এতদিন পর্যন্ত ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। অবশেষে গতকাল রাতে তা সম্পন্ন হয়েছে।
বিশ্বজয়ী এ ফুটবল তারকার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে কাল চুক্তি স্বাক্ষরও করেছে মিয়ামি। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী তিন বছর এ ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে নতুন ক্লাবের হয়ে চুক্তি করে মেসি বলেন, ‘আমার ক্যারিয়ারে পরবর্তী গন্তব্য ইন্টার মিয়ামির হয়ে শুরু করতে পেরে খুবই আনন্দিত।’
বাংলাদেশ সময় গতকাল রাত ১২টায় ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রকাশ করেছে মিয়ামি। এর মাধ্যমেই মেসিকে আনুষ্ঠানিক ভাবে নিজেদের ফুটবলার হিসেবে উপস্থাপন করেছে তারা। ফুটবল জাদুকর নিজেই তাতে আগমন বার্তা জানিয়েছেন সবাইকে।
ভিডিও বার্তায় ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষায় মেসি বলেন, বন্ধুগণ, আমরা এটা করতে পেরেছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে মিয়ামিতে। এদিকে মেসিকে আনুষথানিক ভাবে উপস্থাপন করতে দেয়া ভিডিও বার্তায় মুচাসোস গানের সুর ব্যবহার করেছে ফ্লোরিডার ক্লাবটি। উল্লেখ্য, এ গান কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের উদযাপন সংগীত হিসেবে ব্যবহার হয়েছে।
মেসি আরও বলেন, ‘এটা দারুণ এক সুযোগ এবং একসাথে আমরা এই ক্লাবকে সুন্দর ভাবে গড়তে কাজ করবো।’
এদিকে সাবেক ইংলিশ তারকা ফুটবলার এবং মিয়ামির একাংশের মালিক ডেভিড ব্যাকহাম মেসির সঙ্গে চুক্তির স্বাক্ষরের পর এ অর্জনকে ‘স্বপ্ন সত্যি হওয়া’ হিসেবে উল্লেখ করেছেন।
আনুষ্ঠানিক ভাবে মেসি এমএলএস ক্লাবে যোগদানের পর লিগের কমিশনার, ‘ডন গারবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা খুবই আনন্দিত যে বিশ্বের সবচেয়ে বড় তারকা ইন্টার মায়ামি এবং মেজর লিগ সকারকে বেছে নিয়েছেন। তার এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার লিগ এবং ক্রীড়াঙ্গনের গতি ও শক্তিরই সাক্ষ্য দিচ্ছে। আমাদের কোনো সন্দেহ নেই যে, বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল (মেসি) সেরা লিগ হিসেবেই এমএলএসকে বেছে নেওয়ার প্রমাণ দেবে। আগামী মাসে লিগ কাপ টুর্নামেন্টে মায়ামির হয়ে তার অভিষেক দেখার অপক্ষোয় আছি।’
মিয়ামির হয়ে আগামী ২১ জুলাই ক্রজ আজুলের বিপক্ষে ম্যাচে মিয়ামির গোলাপি জার্সিতে অভিষেক হবে মেসির।


