যশোরে চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। সোমবার মণিরামপুরের ডাঙ্গামহিষদিয়া গ্রামের মৃত আফসার আলী খাঁর ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি জাহাঙ্গীর হোসেন একই উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের মৃত আনসার আলী সরদারের ছেলে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামি জাহাঙ্গীর হোসেনের এক ভাগ্নে বিশেষ একটি বাহিনীতে চাকরি করেন। সেই সুবাদে বিভিন্ন জনকে চাকরি দেয়ার নামে জাহাঙ্গীর টাকা নিতেন। জাহাঙ্গীর হোসেন ২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ইকবাল হোসেনকে জানান, ১০ লাখ টাকা দিলে তার ছেলে বোরহান হোসেনকে সৈনিক পদে চাকরি দিয়ে দেবেন। ইকবাল হোসেন তার কথায় বিশ্বাস করে গাছ ও জমি বিক্রি করে ১০ লাখ টাকা জোগাড় করে ওই বছরের ২৩ মে জাহাঙ্গীর হোসেনকে দেন। লিখিত চুক্তি অনুযায়ী, বোরহানকে ১২ মাসের মধ্যে সৈনিক পদে নিয়োগপত্র দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে জাহাঙ্গীর চাকরি দিতে ব্যর্থ হন। এরপর টাকা ফেরত চাওয়া হয়। জাহাঙ্গীর হোসেন টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। চলতি বছরের ৬ জানুয়ার সাক্ষীদের নিয়ে জাহাঙ্গীরের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন।
