যশোরে ফের বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। গত শনিবার রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। রোববার (৩০ জুলাই) তাদের পুলিশের দায়ের করা কথিত নাশকতার পেন্ডিং মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, সরকারবিরোধী আন্দোলন দমন করতে পুলিশ তাদের দলের নেতাকর্মীদের আটক করছে।
আটকরা হলেন, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তেঘরিয়া গ্রামের জহর আলীর ছেলে ইমামুল হাসান, খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মতিয়ার রহমান, শহরের শংকরপুরের জামায়াত নেতা মাস্টার হাফিজুর রহমান, পূর্ব বারান্দী মাঠপাড়ার আফজারুল্লাহর ছেলে আব্দুল হামিদ ও কদম আলীর ছেলে আলমগীর কবির, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, অভয়নগর উপজেলার হিদিয়া পূর্বপাড়ার মৃত রফিক কাজীর ছেলে রবিউল কাজী, লেবুগাতি গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে সোলাইমান শেখ, বাশুয়াড়ি দক্ষিণপাড়ার আব্দুল মাজেদ মুন্সির ছেলে নুর ইসলাম মুন্সি, শুকপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে শাহিনুর রহমান, হিদিয়া দক্ষিণপাড়ার ফারুক মোল্লার ছেলে শামীম মোল্লা ও সিদ্দিপাশা গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে আব্দুর রহিম শেখ, শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত জামায়াত আলীর ছেলে রুহুল আমিন, দক্ষিণ বুরুজবাগানের মৃত আব্দুল হামিদের ছেলে মো. শফিউদ্দিন, আমতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান, ডিহি খাঁ পাড়ার মৃত তৈমুর আলী খানের ছেলে টিপু সুলতান ও টেংরালী গ্রামের মৃত সুজায়েত আলীর ছেলে আব্দুস সালাম, চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাসপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে দাউদ হোসেন, রোস্তমপুর গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে মাওলানা আব্দুর রহিম, আব্দুল মান্নান, জগদিশপুর গ্রামের মৃত আজির বক্স মন্ডলের ছেলে মো. গাজী, মীর্জাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আব্দুল্লাহ, চৌগাছা কুটিপাড়ার আবুল খায়েরের ছেলে আবুল কালাম ও আড়পাড়া গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে আব্দুর রাজ্জাক।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক নাশকতার পেন্ডিং মামলায় সকলকে আটক দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

