
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পুনর্মূল্যায়নের পর সংশোধন করা হয়েছে।
এর মধ্যে ১৮৭ জন শিক্ষার্থী, যারা প্রাথমিকভাবে অকৃতকার্য হয়েছিল, উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর পাস করেছে।
এছাড়া, পুনর্মূল্যায়নের ফলে আরও ২৭১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের আবেদন অনুসারে ২০ হাজারেরও বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে।