পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আয়ারল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল তারা। পরে দ্বিতীয় ম্যাচে হেরেছে আইরিশরা। সিরিজ নির্ধারণী ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলতে চায় আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান আজ (সোমবার) সংবাদ সম্মেলনে বলেন, ‘গত দুই ম্যাচে আমরা বেশ ভালোই করেছি। তবে আমরা আরও উন্নতি করতে চাই। আশা করি কাল (মঙ্গলবার) তা প্রয়োগ করতে পারব। সামনে বিশ্বকাপ, এটা মাথায় রেখেই আমরা এই সিরিজ শুরু করেছি। হয়তো যতটা ম্যাচ খেলতে চেয়েছিলাম, ততগুলো খেলতে পারিনি। তবে এটা এখন অতীত, বর্তমান নিয়েই সব ভাবনা। আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলে যেতে চাই, আগামীকালও এটাই লক্ষ্য।’
খেলোয়াড়দের খেলার স্বাধীনতাও দিচ্ছেন আয়ারল্যান্ড কোচ, ‘আমরা চাই টি-টোয়েন্টিতে আমাদের ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরুক। টি-টোয়েন্টি সাধারণত রানপ্রসবা উইকেটে হয়, রান যেখানে বেশি আসে। ছেলেরা শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছে দেখে ভালো লাগছে।’
আইরিশ ওপেনার টিম টেক্টর জানালেন, দ্রুত রান তোলার জন্যই মাঠে নামবেন তারা। প্রথম দুই ম্যাচে ৩২ ও ৩৮ রানের দারুণ ইনিংস খেলা এই ক্রিকেটার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাওয়ার প্লেতে আমার ভূমিকাটা আমার কাছে খুবই স্পষ্ট। আগে থেকে ভেবে খেলি না, প্রতিটি বল আলাদা। আমি পুরো মাঠ বিচার করে আত্মবিশ্বাস নিয়ে যত দ্রুত সম্ভব রান তুলতে চাই।’

