
সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ জুন ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ৫.৪০ ঘটিকায় রূপসা স্ট্যান্ড রোডের একটি দোতলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সন্ত্রাসী ১) রাজু আহমেদ (৩০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-রূপসা স্ট্যান্ড রোড, থানা-খুলনা এবং ২) জুনায়েদ হোসেন মুন্না (৩০), পিতা-মৃত: শামসুর রহমান, সাং-২৩ ডাঃ আলতাফ হোসেন লেন, থানা-খুলনাদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১টি রিভলবার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা, আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে খুলনা থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।