রূপসা উপজেলার সিংহের চর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় থানা পুলিশ ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সিংহেরচর গ্রামের পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে পলিথিনে মোড়ানো ৬টি বোমা সদৃশ বস্তু স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়, যা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে সম্পৃক্ত কেউ আটক হয়নি। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার জানান দুষ্কৃতকারীরা আমার বড় ধরনের ক্ষতির উদ্দেশ্যে উক্ত বোমাসদৃশ বস্তু রেখেছিল বলে আমি মনে করছি।

