
ক্রিস্তিয়ানো রোনালদোকে একটু বেশি ব্যবহার করা হচ্ছে বা একটু বেশি সময় তাকে মাঠে রাখা হচ্ছে, এই অভিযোগ বেশ কয়েকবারই উঠেছে রবের্তো মার্তিনেসের বিপক্ষে। এবার পর্তুগালের কোচকে শুনতে হলো উল্টো প্রশ্ন। এত দ্রুতই কেন তুলে নিলেন রোনালদোকে! ম্যাচ শেষে সেটির কারণ জানালেন কোচ।
উয়েফা নেশন্স লিগের ম্যাচে শনিবার পোলান্ডের বিপক্ষে প্রথমার্ধেই গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার ১৩৩তম গোল এটি। ক্যারিয়ার গোল হলো এখন ৯০৬টি।রোনালদোর আগেই গোল করে দলকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় পর্তুগাল।ম্যাচের ৬৩তম মিনিটে রোনালদো ও রাফায়েল লেয়াওকে একসঙ্গে তুলে নেন কোচ।ম্যাচের পর তিনি বললেন, ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে ও অন্যদের পরখ করে দেখতেই তার এই সিদ্ধান্ত।
“আমরা কীভাবে ফুটবলারদের সামলাচ্ছি ও দেখভাল করছি, এটা গুরুত্বপূর্ণ। ৭২ ঘণ্টার ভেতর দুটি ম্যাচ খেলতে হচ্ছে। দিয়েগো জটাকেও পরে মাঠে নামানো হয়েছে। বেঞ্চে থাকা ফুটবলারদের সুযোগ দেওয়া জরুরি। ক্রিস্তিয়ানো একদম ঠিকঠাক আছে।”নেশন্স লিগে তিন ম্যাচের প্রতিটিতেই জিতে এখন গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। হতাশার ইউরো অভিযানের পর দল এখন অনেকটাই গুছিয়ে উঠেছে, বললেন কোচ।“এখন আমাদের আরও বেশি ফুটবলার আছে, শক্তির গভীরতা বেশি। দলটা আরও লড়িয়ে হয়ে উঠছে, যা নিয়ে আমরা কাজ করছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চেয়েও আরও বেশি গুছিয়ে নিয়েছি এখন আমরা।”
“আমাদের মূল লক্ষ্য ও মনোযোগ এখন বিশ্বকাপ ঘিরে। আমি খুবই খুশি, ছেলেদের মানসিকতা অসাধারণ। আজকে কঠিন এক মাঠে ছেলেরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পারফরম্যান্স এটি।”নেশন্স লিগে পরের ম্যাচে মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে লড়বেন রোনালদোরা।