নগরীর লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি থেকে নানীসহ দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, দুপুরে হত্যাকাণ্ড ঘটলেও রাতে মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।
নিহতরা হলেন—নানী মহিদুন্নেসা এবং তার দুই নাতি মুস্তাকিম (৮) ও ফাতিহা (৬)। শিশু দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে নানীর মরদেহ লবণচরা থানার মুক্তা কমিশনার গলিতে রাখা হয়েছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

