প্রতিনিধি, শরণখোলা
শরণখোলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার রাজৈর গ্রামে সোবাহান মুন্সির বাড়িতে আগুন লেগে তার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে তার দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট রাজৈর ওয়ার্ডের ইউপি সদস্য হাসিবুর রহমান হাসিব জানান, আগুন লাগার পর পরই শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়া হলেও রাজৈর বাস স্ট্যান্ড থেকে কলেজ মোড় পর্যন্ত ওয়াপদা রাস্তাটি কর্দমাক্ত থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঠিক সময়ে পৌছাতে পারেনি। তাই দিনমজুর পরিবারটি সর্বশান্ত হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।
এর আাগে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার রাজাপুর বাজারে ২২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঐ ব্যাবসায়ীদের দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়।


