
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
শরণখোলায় গাছ কাটতে গিয়ে জাফর হাওলাদার ( ৪২ ) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে মজুরির চুক্তিতে প্রতিবেশীর একটি সিরিস গাছ কাটতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম শরীফ জানান, তার গ্রামের কাদের হাওলাদারের পুত্র জাফর হাওলাদার কাতারে প্রবাস জীবন কাটিয়ে কিছু দিন আগে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর সে আবারো দিন মজুরের কাজ শুরু করে। একই গ্রামের হেমায়েত তালুকদারের বাড়ির একটি সিরিস গাছ কাটার সময় উপর থেকে একটি ডাল ছিটকে পড়ে তার মাথা থেতলে যায়। সহযোগী দিনমজুর ও ঐ বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় জাফর হাওলাদারকে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান।