
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালি গ্রামে পঞ্চাশোর্ধ গৃহবধূ হাসিনা বেগম আত্মহত্যা করেছে। বুধবার (৪ জুন) বিকালে ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে সে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে বাগেরহাটে প্রেরণ করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে,
ঐ গ্রামের দিনমজুর হামেদ হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম বিভিন্ন ব্যাক্তি ও এনজিও থেকে ঋণ নিয়ে দায়গ্রস্ত হয়ে পড়ে। এসব নিয়ে সন্তানদের সাথে মনোমালিন্য হলে সে ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।