প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শরণখোলায় মহান বুদ্ধিজীবী দিবসে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলে উপজেলা আওয়ামীলীগ ও শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
শহীদ মিনার চত্বরে শরণখোলা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম। এ সভায় বাগেরহাট জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও শিক্ষক নেতা মাষ্টার সাইয়েদুল হক তালুকদার বক্তৃতা করেন। বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পরাজয় নিশ্চিত জেনে সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় তালিকা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ভাবে হত্যা করেছিলো। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহবান জানান তারা।

