
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ ৫ জন আহত হয়েছে। শনিবার (১৭ জুন) রাতে উপজেলার রায়েন্দা -রসুলপুর সড়কের খাদা শীল বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর রায়েন্দা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা যাত্রী নিয়ে রসুলপুর যাওয়ার পথে একই দিক থেকে আসা আর একটি ইঞ্জিন চালিত ভ্যান অটোরিকশা কে ধাক্কা দেয়ে। যাত্রী বোঝাই অটোরিকশা টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে বাইরে পড়ে যায়।
এতে রায়েন্দা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রেনু বেগম (৫০), একই গ্রামের জয়নব বিবি (৬০), সালমা বেগম (৩৫),শোভন (২৮) ও তাবাসসুম (১৬) গুরুতর আহত হয়। উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা বিপ্লব হালদার জানান, ইউপি সদস্যা রেনু বেগম ও গৃহবধূ সালমা বেগমের মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।