
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইমরান হোসেন রাজিব।
রবিবার ১৮ জুলাই মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে তিনি ছাড়া আর কোন মনোনয়ন পত্র জমা না পড়ায় একক প্রার্থী হিসাবে তিনি হচ্ছেন সাউথখালী ইউনিয়ন পরিষদের পরবর্তী চেয়ারম্যান। তিনি শরণখোলা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ।
গত ৭ মার্চ ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।
আগামী ১৭ জুলাই ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসময় দলীয় মনোনয়ন চেয়ে ইমরান হোসেন রাজিব সহ আওয়ামীলীগের ৬ জন নেতাকর্মী আবেদন করেন। দলের মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে ইমরান হোসেন রাজিব কে মনোনয়ন দেয়।
প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থী দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে দল মনোনীত প্রার্থী ইমরান হোসেন রাজিব কে সমর্থন দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।
প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে অংশ না নেয়ার ঘোষনা দেয়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইমরান হোসেন রাজিব একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, ১৮ জুলাই মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে একটি মাত্র মনোনয়ন পত্র জমা পড়েছে। আগামীকাল তার যাচাই বাছাই হবে। ২৫ তারিখ মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হলে নিয়মতান্ত্রিক ভাবে ফলাফল ঘোষনা করা হবে।