আসাদুজ্জামান মিলন, শরনখোলা
গাছ বোঝাই নছিমন এর চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে তার নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই প্রান হারিয়েছে চালক রফিকুল ইসলাম (২৮) । এ দুর্ঘটনায় তার সহযোগী দুই শ্রমিক মামুন শরীফ (৩০) ও লাভলু গাজী (৪০) আহত হয়েছেন । আহত দু’জনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । সোমবার দুপুর ১২টার দিকে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের পুলিন বৈদ্য’র বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। রফিকুলের লাশ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার। নিহত রফিকুল পহলানবাড়ি এলাকায় নূরু শাহ’র ছেলে।
আহত মামুন শরীফ রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত হারেজ শরীফের ও লাভলু গাজী উত্তর রাজাপুর গ্রামের তুজম্বার গাজীর ছেলে এই দুজনকে গুরতর অবস্থায় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল শাহ তার ঐ দুই সহযোগী বেলা সাড়ে ১১ টার দিকে উত্তর রাজাপুর বটতলা থেকে একটি নসিমনে গাছ বোঝাই করে হোগলপাতি এলাকায় স’মিলে (করাত কল) নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিন বৈদ্যর বাড়ির সমানে এলে সামনের চাকা পাংচার হয়ে গাছ বোঝাই নছিমন নিয়ন্ত্রন হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় চালক রফিকুল গাড়ির নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ ইকরাম হোসেন জানান, ঘটনার পরপরই নিহত রফিকুলের লাশ স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জনান।


