আসাদুজ্জামান মিলন, শরণখোলা থেকে
নানা বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের নালায় পড়ে আয়শা সিদ্দিকা নামের আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । অল্পের জন্য প্রানে বেঁচে গেছে তার সংগে থাকা মামাতো ভাই রিয়ান সিকদার (২)। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামের নুুরুল ইসলামের বাড়িতে ।
ভূক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা তৌহিদুল ফরাজীর শিশু কন্যা আয়শা সিদ্দিকা কয়েক দিন আগে মায়ের সাথে নানা নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সমবয়সী মামাত ভাই রিয়ান ও আয়শা খেলা করতে গিয়ে অসাবধনতা বশত তারা দু’জনেই বাড়ির সীমানার নালায় পড়ে ডুবে যায়। এ সময় বিষয়টি দূর থেকে রিয়ানের দাদীর নজরে আসলে তার ডাক চিৎকারে লোকজন ছুটে এসে শিশুদের উদ্ধার করে। তাৎক্ষনিক ভাবে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়শাকে মৃত ঘোষনা করেন। অপর শিশু রিয়ান প্রানে বেঁচে যায়। রিয়ান উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামের সোহেল সিকদারের পুত্র ।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আয়শা সিদ্দিকার মৃত্যু হয়েছে ও অপর শিশু রিয়ানের পেটের পানি অপসারণ করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু রিয়ান এখন অনেকটা শংকামুক্ত বলে জানান তিনি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।

