শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে আবারো এক শিশুর মৃত্যু ঘটেছে । শনিবার দুপুরে উপজেলার বকুলতলা গ্রামে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে গেলে শিশু মারিয়া আক্তারের (৬) মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানাগেছে । সে ঐ গ্রামের মনির হাওলাদারের এর কন্যা । এর আগে বুধবার উপজেলার হোগলপাতি গ্রামে ইয়াসিন (৪) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মারা যায় ।
বকুলতলা ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শনিবার দুপুরে উপজেলার বকুলতলা গ্রামের দিনমজুর মনির হাওলাদারের এর কন্যা সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়। খোজাখুজির পর পুকুর থেকে শিশু মারিয়া কে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে ।
