ভবন ভাঙ্গার কাজ শুরু
আসাদুজ্জামান মিলন, শরণখোলা থেকে
শরণখোলায় পেরিফেরি ভূক্ত জমিতে পাকা ইমারত নির্মানের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাফর ভদ্র (৫৫) নামের এক ব্যাক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী জানান, উপজেলার সোনাতলা গ্রামের কাসেম ভদ্রের পুত্র জাফর ভদ্র তাফালবাড়ি বাজারের সরকারী জমিতে অবৈধ ভাবে স্থায়ী পাকা ইমারত নির্মান করায় শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নির্মানাধীন ভবন ভেঙ্গে উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে । পর্যায়ক্রমে এ উপজেলার সকল ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে সরকারী জমি পূনরুদ্ধার করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন তিনি।
রবিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়োগকৃত শ্রমিকরা ভবনটি ভাঙ্গার কাজ শুরু করেছে ।
অপরদিকে, তাফালবাড়ি বাজারে সরকারের বৈধ ডিসিআর নিয়ে অন্যান্যদের মত গত দুই যুগ ধরে তারাও বসবাস করে আসছেন বলে দাবি করেছেন আটককৃত জাফর ভদ্রের পরিবার ।


