বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কিংবদন্তী ছাত্রনেতা শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় ছাত্রদলের উদ্যোগে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ কর্মসূচি পরিচালনা করেন ছাত্রদল নেতা মোঃ আব্দুস সালাম। তার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সব্বির, হাজী আব্দুল মালেক ইসলামি কলেজ ছাত্রদলের সভাপতি মাহফুজ আহমেদ, এবং ছাত্রদল নেতা রিয়াজ, সাকিব, সাজ্জাদ, অনিক, মাহবুব হোসেন হিরা, শাহরিয়ার, নয়ন, বর্ণ, শাকিল, শাওন, নুশাদ, রানা, মাহফুজ, নাইমসহ অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ চঞ্চল ছিলেন আদর্শনিষ্ঠ, ত্যাগী ও সাহসী এক ছাত্রনেতা। তার মতো নেতৃত্ব আজও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
শেষে শহীদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পিএস/এনআই
