খুলনায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশেনর প্রশাসক মোঃ মোখতার আহমেদ।
আজ রোববার (১১ জানুয়ারি) রাতে হঠাৎ উপস্থিত হয়ে রেলওয়ে স্টেশন, বিআইডব্লিউ লঞ্চ টার্মিনাল, রূপসা ফেরীঘাট এলাকায় শীতবস্ত্র বিতরন করেন।
এসময় প্রধান নিবার্হী রাজিব আহমেদ, সচিব মোঃ আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ইঞ্জিনিয়ার সেলিমুল আজাদ, চীফ লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, নিরাপত্তা সুপারআলমগীর বিশ্বাস সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


