জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দিন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। তাই নির্বাচনী আচরণ বিধি মেনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
সোমবার বিকেল ৪টায় দলীয় কার্যালয় চত্বরে চিতলমারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় অনেক দায়িত্ব আমার পালন করতে হবে। আমি বারবার আপনাদের কাছে আসার সুযোগ পাব না। আমার নির্বাচনটিকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি বিশ্বাস করি আপনারা বিগত ৫টি সংসদ নির্বাচনের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক ভোটে নৌকাকে বিজয়ী করবেন। চিতলমারীর মানুষ ৯০ ভাগ ভোট নৌকা মার্কায় দেয়।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় এমপি। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান এবং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ প্রমুখ।

