
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি-জামায়াত সরকার খুনিদের মদদ দিয়েছে। দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশে মাত্র ২০ হাজার লোক করোনা মহামারিতে মারা যায়। যেটা ছিল বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় খুবই কম।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।
সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে এবং নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক এড. মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. তারিক মাহমুদ তারার পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, এড. কাজী বাদশা মিয়া, এড. এম এম মুজিবুর রহমান, এড. পারভেজ আলম খান, এড. আহমেদ উলাহ সিলু, এড. আইয়ুব আলী শেখ, রজব আলী, এড. নিমাই রায়, এড. ফরিদ আহমেদ, এড. অলোকা নন্দা দাস, এড. আনিছুর রহমান পপলু। এ সময় উপস্থিত ছিলেন এড. নব কুমার চক্রবর্তী, এড. কে এম ইকবাল হোসেন, এড. এম এম সাজ্জাদ আলী, এড. কে এম মিজানুর রহমান, এড. পিযুষ দত্ত, এড. শফিউল আলম সুজন, এড. সুলতানা রহমান শিল্পী, এড. সেলিনা আক্তার পিয়া, এড. আনোয়ার রহমান আন্না, এড. রেহানা চৌধুরী, এড. রোজিনা আক্তার, এড. পপি, এড. সঞ্জিব রায়, এড. দিপঙ্কর, এড. সমির ঘোষ, এড. হিমাংশু, এড. আশরাফ আলী পাপ্পু, এড. তমাল কান্তি ঘোষ, এড. আসাদুজ্জামান মিল্টন, এড. সাইফুল ইমরান, এড. ফাল্গুনী আহমেদ মিতা, এড. পলাশী মজুমদার, এড. রোমানা তানহা, এড. তামিমা স্নিগ্ধা, এড. নাজিয়া রহমান বন্যা, এড. শফিক মোলা জনি, এড. কাজী আব্দুল আহাদ, এড. মোঃ আহাদুজ্জামান, এড. মেহেদী হাসান, এড. আরজিনা সাথি, এড. শামীম আহমেদ পলাশ, ফারজানাসেতু, হাসিনা বেগম, এড. রিমা খাতুন, এড. পামোলী, এড. খাদিজা টুলু, এড. সানজিদা এড. সুলতান হ্যাপী, এড. আইয়ুব হোসেন, এড. সোহলে রানাসহ জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকালে নগরীর ২৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় নগরীর ২১নং ওয়ার্ডে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। রাতে খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক ও মহানগর আ’লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, সেখ জুয়েল এমপির কনিষ্ঠ পুত্র শেখ ফারজান নাসের, আ’লীগ নেতা শ্যামল সিংহ রায়, কাউন্সিলর আলী আকবর টিপু, মফিদুল ইসলাম টুটুল, এড. মোঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, জামিরুল হুদা জহর, মুন্সি সেলিম হোসেন, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর কনিকা সাহা, প্রশান্ত কুমার কুন্ড, এড. তারিক মাহমুদ তারা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : খুলনা-২ আসনে নৌকার প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেছে সংগঠসটি। গতকাল সোমবার বেলা ১১টা থেকে নগরীর সোনাডাঙ্গার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সংগঠনের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়। নগরীর ময়লাপোতার বকশিপাড়া মোড় থেকে শুরু করে শশীভূষণ মুচিপাড়া, বানরগাতি বাজার, আরামবাগ, পশ্চিম বানিয়া খামার, কোবা মসজিদ রোড, আলকাতরার মিল ক্লাবের মোড়, নাজির ঘাট বিহারী কলোনী এলাকা হয়ে আমতলার মোড়ে পথসভার মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি শেষ হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে পথচারীদের মাঝে, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোট প্রার্থনা করেন। এতে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির আহবায়ক মোঃ মাসুম বিলাহ, ও সদস্য সচিব কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ খান আজিম হিজল, মোহাম্মদ পিয়াল, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, এ কে এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জিনিয়ার নূর আলম সজিব, আফরোজ আহসান, মোঃ মোঃ হানিফ শেখ, শেখ ইকবাল হোসেন, মিলু, ওয়াসিফ, জিলুর রহমান সৈকত,মোঃ শফিকুল, মোঃ শুকুর, মোঃ শাওন, মোঃ আল আমিন, সাকিব আল হাসান প্রমুখ।
খুলনা জেলা আইনজীবী সমিতি : খুলনা-২ আসনে নৌকা প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে নির্বাচনী আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আইনজীবী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জননেতা সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি। আইনজীবী সমাবেশে সার্বিক তত্তাবধায়ন করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এড. এস এম তারিক মাহমুদ তারা। আইনজীবী সমাবেশ সভাপতিত্ব করেন এড. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


