
সময় পক্ষে নেই বলিউড তারকা তনুশ্রী দত্তের। কদিন আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে কেঁদে আলোচনায় আসেন। শ্রাবণ মাসে মাংস ভক্ষণের কারণে এবার হচ্ছেন কটাক্ষের শিকার।
রাখির কারণে বিয়ে হয়নি তনুশ্রীর!
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে,গতকাল রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে নিজের খাদ্যাভাস নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউডের এক সময়ের সেনসেশন।
তিনি জানান, শ্রাবণ মাসের উপোস ভাঙার পর তিনি মাংস খান। নিজেকে ভালো রাখার একমাত্র উপায় শুধুই নিজের পছন্দের খাবার। তাই নিজের পছন্দের খাবার খেয়ে সমস্ত নেগেটিভিটি সরিয়ে ফেলার মতো কথাও অভিনেত্রী বলেন।
এদিকে শ্রাবণ মাসে মাংস ভক্ষণের বিষয়টি ভালোভাবে নেননি নেটাগরিকরা। ‘আপনি মানসিকভাবে সুস্থ নন। আপনার সুস্থতা প্রয়োজন।’। কেউ আবার তাকে নিরামিষাশী হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে চুপ থাকেননি তনুশ্রীও। পালটা তিনিও লিখেছেন, ‘আমি এভাবেই উপোস করতে অভ্যস্ত।’
এর আগে নানা পাটেকরের ওপর যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তনু। সেসময় বলেছিলেন, ‘আমার যদি কিছু হয়ে যায়, তার জন্য অভিনেতা নানা পাটেকার, তার আইনজীবী ও সহযোগী মাফিয়া বন্ধুরা দায়ী থাকবেন। ইন্ডাস্ট্রির এই অভিনেতা-পরিচালকদের ছবি বয়কট করুন।’বিষয়টি সেসময় মি টু আন্দোলনে বেশ গতি দিয়েছিল।