জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে বেছে নিয়েছে। তেমনি আগামী সংসদ নির্বাচনেও এভাবেই চাঁদাবাজদের রুখে দিবে। অনেকেই গুজব ছড়ায় যে ইসলামী দল ক্ষমতায় এলে নারীরা অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা ঘোষণা দিচ্ছি ইসলামী দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করা হবে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এই আসনের শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ উন্নয়নের প্রত্যাশার কথাই তুলে ধরেন তিনি।
সোমবার বিকেলে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার লস্কার ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, ইউনিয়ন আমীর মোঃ মোজাফফর হোসেন, ইউনিয়ন সেক্রেটারি এস এম শামসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি হাফেজ ইদ্রিসুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি কে এম শফিকুল ইসলাম, সেকেটারি মোঃ আলমগীর কবির, ৩নং ওয়ার্ড সভাপতি গাজী শফিকুল ইসলাম, সহ-সভাপতি স ম শাহীন, সেক্রেটারি কে এম হাফিজুর রহমান প্রমুখ।

