দেশের সর্ববৃহৎ গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার উদ্দেশ্য সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সবুজ আবাসন বা গ্রীন হাউজিং ফাইন্যান্সের প্রসার।
ডিবিএইচ ও আইএফসি বিগত কয়েক বছর ধরে একে অপরের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে আসছে, বিশেষ করে সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রেও তাদের একযোগ প্রচেষ্টা সফল হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আইএফসি ডিবিএইচকে সবুজ আবাসন ফাইন্যান্সের ক্ষেত্রে আরও সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে, যা আগ্রহী গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করবে।
চুক্তির আনুষ্ঠানিকতায় ডিবিএইচ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন এবং আইএফসি এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএফসি’র সাউথ এশিয়া ম্যানেজার মেহদি চেরকাউই, ডিবিএইচ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চীফ অপারেটিং অফিসার এ কে এম তানভীর কামাল, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে ডিবিএইচ আরও কার্যকরভাবে সবুজ আবাসনে আগ্রহী গ্রাহকদের জন্য অর্থায়ন প্রদান করবে, যাতে তারা নিজেদের বাড়ি নির্মাণ অথবা নির্মাণ প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনতে পারে। ডিবিএইচ এর পক্ষ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সাশ্রয়ী ও সবুজ আবাসনের প্রসারের দিকে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।