খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসা¤প্রদায়িক ও সার্বভৌম বাংলাদেশ হলো শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি যেমন স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তেমনি আমাদের ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আ’লীগের জন্য একটা বড চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সরকারের উন্নয়নের সাফল্য গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত ‘গণতন্ত্র, উন্নয়ন ও নির্বাচন সাংবাদিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউনিয়নের ১১৪ জন নতুন সদস্যের শপথবাক্য পাঠ শেষে প্রত্যয়নপত্র প্রদান করা হয়।
এমপি জুয়েল বলেন, জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু কন্যার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি সভাপতি মোহাম্মাদ আলী সনি ও খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মলিক সুধাংশু, ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, শেখ জাহিদুল ইসলাম, মিলন হোসেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তারেক মাহমুদ তারা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, ইউনিয়নের সদস্য এস এম মোজাম্মেল হক হাওলাদার, ওয়াহেদ-উজ জামান বুলু, এস এম ফরিদ রানা, সুনীল দাস, বিমল সাহা, মোঃ আবুল বাশার, শেখ মোঃ সেলিম, এস এম নূর হাসান জনি, দেবব্রত রায়, তিতাস চক্রবর্তী, কাজী শামীম আহমেদ, শেখ মাহমুদ হাসান সোহেল, আল মাহমুদ প্রিন্স, দেবনাথ রনজিত, এম এম মিন্টু, আবুল বাশার, এস এম বাহাউদ্দিন, হাসানুর রহমান তানজীর, শেখ কামরুল আহসান, হেলাল মোল¬া, উত্তম মন্ডল, রাজু সাহা বিপ্লব, মেহেদী হাসান, সাগর সরকার, তুফান গাইন, সোহেল রানা প্রমুখ।


